দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দর এক দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে দূর- দুরান্ত থেকে ব্যবসায়ীরা আসতে শুরু করেছেন।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে হিলি বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি রপ্তানি বানিজ্য।
হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান বলেন, বুধবার ভারতে গান্ধী দিবস উপলক্ষে সে দেশে ছুটি থাকায় দু- দেশের মাঝে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।তবে আজকে বৃহস্পতিবার যথা সময়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান বলেন, গতকাল হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজকেও স্বাভাবিক রয়েছে।
এসএস







































