• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০

বৃটিশ আমেরিকান টোব্যাকোর ১৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৩:১১ পিএম
বৃটিশ আমেরিকান টোব্যাকোর ১৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্তভাবে ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 

এর আগে ১৫০ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ হিসেবে প্রদান করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩২.৪২ টাকা। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬.৮৮ টাকায়।

বৃটিশ আমেরিকান টোব্যাকোর ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ২৫ মার্চ বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ২৬ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

এআর

Wordbridge School
Link copied!