• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯১তম সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১২:৫০ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯১তম সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নির্বাহী কমিটির ৮৯১তম সভা বুধবার (১২ ফেব্রয়ারি) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা।

 

সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, মোঃ সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, ইঞ্জি. মোঃ তৌহীদুর রহমান এবং মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন। 

উক্ত সভায় বিশেষ আমন্ত্রণে ব্যাংকের পরিচালক মোঃ আব্দুল বারেক উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।

এসআই

Wordbridge School
Link copied!