• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০

নগদ প্রশাসকের ওপর হামলায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৫:১৩ পিএম
নগদ প্রশাসকের ওপর হামলায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ

ঢাকা : মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

শতাধিক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. সাহেদুল হাসান, অতিরিক্ত পরিচালক মো. রোকনুজ্জামান, শেখ আব্দুল কুদ্দুস, পরিচালক আনিসুর রহমান। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মিজানুর রহমান আকন।

এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের গাড়িতে হাতুড়ি দিয়ে হামলার ঘটনা ঘটে। এতে তার ড্রাইভার গুরুতর আহত হন। ওইদিন বিকেলে বনানী ১২ নম্বর সড়কে তার ওপর হামলা হয়। হামলাকারীরা হাতুড়ি ও রড দিয়ে তার সদ্য কেনা গাড়িও ভাঙচুর করে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নগদ প্রশাসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে তিনি তেমন আঘাতপ্রাপ্ত হননি। তবে তার ড্রাইভার আহত হয়েছেন। আজকেই একটা নতুন গাড়ি কেনা হয়েছিল। সেই গাড়িতে হাতুড়ি-রড দিয়ে আঘাত করা হয়। আমরা নগদ প্রশাসকের সঙ্গে আছি এবং তাকে মামলা করার পরামর্শ দিয়েছি। তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি দল নগদে অভিযান পরিচালনা করে। তখন প্রাথমিকভাবে নগদের ১ হাজার ৭০০ কোটি টাকা পাচার ও ৬৪৫ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানান নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার। দুদক টিম এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে বিষয়টি যাচাই-বাছাই করে দেখবে বলে জানানো হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!