• ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে আইসিবি’র ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৮:৩৫ পিএম
বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে আইসিবি’র ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকা: বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ৪৩তম ব্যাচের ৩৩জন এসিস্ট্যান্ট একাউন্ট্যান্ট জেনারেল (এএজি) পদে নিয়োগকৃত কর্মকর্তাদের আইসিবি’র কার্যক্রম সম্পর্কে হাতে কলমে ধারণা লাভের উদ্দেশ্যে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ২০২৫ তারিখে আইসিবি’র প্রধান কার্যালয়ে “বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে আইসিবি’র ভূমিকা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

উক্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র পরিচালনা বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। এছাড়াও আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণসহ কর্পোরেশনের মহাব্যবস্থাপকগণ উক্ত প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন।

এআর

Wordbridge School
Link copied!