• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গ্রীন ডেল্টার দুই উদ্যোক্তার মধ্যে শেয়ার লেনদেন


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৭, ২০২৫, ১২:৪৮ পিএম
গ্রীন ডেল্টার দুই উদ্যোক্তার মধ্যে শেয়ার লেনদেন

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির দুইজন উদ্যোক্তা নিজেদের মাঝে টাকা সমমূল্যের শেয়ার লেনদেন করবেন।

জানা যায়, দুই উদ্যোক্তার কাছে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রির সিদ্ধান নিয়েছেন গ্রীন ডেল্টার উদ্যোক্তা এম মুহিবুর রহমান। অন্যদিকে সমসংখ্যক শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন কোম্পানিটির আরেক উদ্যোক্তা আজম জে চৌধুরী।

সোমবার (১৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা এম মুহিবুর রহমানের কাছে থাকা ৫ লাখ ৯৩ হাজার ৬৭৫ টি শেয়ারের সবকটি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কোম্পানিটির শেয়ারের গতকালের ক্লোজিং প্রাইজে যার মূল্য দাঁড়ায় ২ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ৪৭৭ টাকা।

কোম্পানিটির দুই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন সম্পন্ন করবেন।

এসআই

Wordbridge School
Link copied!