• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুরমা প্লান্টে জ্বালানি দক্ষতা বাড়াতে বিনিয়োগ করবে লাফার্জ


নিজস্ব প্রতিবেদক:  মে ৮, ২০২৫, ০৩:১৪ পিএম
সুরমা প্লান্টে জ্বালানি দক্ষতা বাড়াতে বিনিয়োগ করবে লাফার্জ

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি সুনামগঞ্জের ছাতকে অবস্থিত তাদের সুরমা প্ল্যান্টে জ্বালানি দক্ষতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে তারা প্ল্যান্টটিতে একটি বিশেষায়িত মিল স্থাপন করবে।

বৃহস্পতিবার (০৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

বুধবার (৭ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে মিল স্থাপন সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সূত্র অনুসারে, ওই মিল স্থাপনে ১৮০ কোটি টাকা ব্যয় হবে। তবে বিনিয়োগের অর্থ কোথা থেকে এবং কীভাবে যোগান দেওয়া হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রস্তাবিত মিলটি স্থাপিত হলে ছাতক প্ল্যান্টের জ্বালানি দক্ষতা ও নির্ভরযোগ্যতা বর্তমানের চেয়ে অনেক বাড়বে।

এদিকে আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। পরে কোম্পানিটি তা প্রকাশ করে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪০ পয়সা আয় হয়েছিল।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ২ টাকা ৯৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৯৫ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ২৫ পয়সা।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!