• ঢাকা
  • রবিবার, ২২ জুন, ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ ব্যাংক- শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন কোর্স


নিজস্ব প্রতিবেদক মে ১৬, ২০২৫, ০৬:০৬ পিএম
বাংলাদেশ ব্যাংক- শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন কোর্স

ঢাকা: বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় শুরু হতে যাচ্ছে মাস ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্স। 

উদ্যোক্তা উন্নয়ন” প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্যতা- যারা ব্যবসা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন / উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা আছে / ইতিমধ্যে ব্যবসা শুরু করেছেন কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে বিনিয়োগ পেতে ব্যর্থ হচ্ছেন, তারা এ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে।

বিশ্ববিদ্যালয় থেকে উদ্যোক্তা/ ব্যবসায় সংক্রান্ত বা অন্যান্য বিষয় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীবৃন্দ যাদের উদ্যোক্তা হওয়ার প্রতি বিশেষে আগ্রহ রয়েছে।

SEIP Tranche-I থেকে প্রত্যায়িত SEIP প্রশিক্ষণার্থী সহ অন্যান্য বাস্তবায়নকারী সংস্থা থেকে ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষণার্থী যারা টেকসই সিএমএসএমই উদ্যোক্তা হতে চান এবং নতুন ব্যবসায় শুরু করার জন্য অন্যান্য যোগ্যতাসহ Seed Capital সরবরাহ করতে সক্ষম এমন উদ্যোক্তাগণ ।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইতঃপূর্বে পরিচালিত SEIP Tranche-III এর অধীনে উদ্যোক্তা উনয়ন কর্মসূচির প্রশিক্ষণার্থী এবং ADB'র অর্থায়নে পরিচালিত অন্য কোনো উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরা এই প্রোগ্রামের জন্য বিবেচিত হবেন না।

আগ্রহী প্রশিক্ষণার্থীর বয়স ২২ বছর থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা  এইচএসসি/সমমান পাস। 

অন্যান্য শর্ত: উদ্ভাবনী ও সৃজনশীল/আমদানী বিকল্প ও রপ্তানীযোগ্য ব্যবসায়িক উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে;  প্রশিক্ষণ চলাকালীন শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও মার্কশীটসমূহ জমা রাখতে হবে; Interview এর মাধ্যমে বাছাইকৃত প্রার্থীদেরকে প্রশিক্ষণ প্রোগামে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।

“উদ্যোক্তা উন্নয়ন” প্রোগ্রামে অংশগ্রহণের সুবিধাসমূহ:
ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান; প্রশিক্ষণার্থীকে কোন কোর্স ফি প্রদান করতে হবে না; ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়ন সংক্রান্ত Business Plan প্রস্তুতে Mentorship Support প্রদান; ব্যবসায় সম্প্রসারণে ব্যাংক বিনিয়োগ প্রাপ্তিতে সহায়তা প্রদান ।

এআর

Wordbridge School
Link copied!