• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেয়ারবাজারে টি+১ চালুর বিষয়ে বিএনওয়াইএম-এইচএসবিসি’র সঙ্গে বিএসইসির আলোচনা


নিজস্ব প্রতিবেদক মে ২২, ২০২৫, ০৪:৩৭ পিএম
শেয়ারবাজারে টি+১ চালুর বিষয়ে বিএনওয়াইএম-এইচএসবিসি’র সঙ্গে বিএসইসির আলোচনা

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কমিশনের সঙ্গে বিশ্বের সর্ববৃহৎ গ্লোবাল কাস্টোডিয়ানগুলোর অন্যতম ব্যাঙ্ক অফ নিউ ইয়র্ক মেলন (বিএনওয়াইএম)’ ও বাংলাদেশে তাদের সাব কাস্টোডিয়ান এইচএসবিসি’র প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের পুঁজিবাজারে টি প্লাস ওয়ান সেটেলমেন্ট চালুসহ বাজারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বুধবার (২১ মে) অনুষ্ঠিত বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ, বিএনওয়াইএম’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহ, দে কাসেম, এইচএসবিসি বাংলাদেশের হেড অব ফিন্যানশিয়াল ইনস্টিটিউশনস মনির উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নাজমুল হাসান ও ভাইস প্রেসিডেন্ট শাইলা আলম ত্রিশা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন, পুঁজিবাজার নিয়ে বিএসইসি’র ভবিষ্যৎ পরিকল্পনা, মার্কেট ওভারসাইট ইত্যাদি বিষয়ে বৈঠকে আলোচনা হয়। 

বিশেষ করে সিসিবিএলকে অপারেশনে আনা, পুঁজিবাজারের প্রযুক্তিগত উন্নয়ন, পুঁজিবাজার সংশ্লিষ্ট আইন-বিধি যুগোপযোগীকরণের পরিকল্পনা, পুঁজিবাজারে টি প্লাস ওয়ান সেটেলমেন্ট চালু ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়াও, বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে একে বিশ্ব মানের বাজারে পরিণত করতে এবং বাংলাদেশের পুঁজিবাজারে কাস্টোডিয়ানদের ভূমিকাকে আরো উন্নত করে দেশের বাজারে বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগে অধিকতর আগ্রহী করার বিষয়ে বৈঠকে কথা হয়েছে।

এআর

Wordbridge School
Link copied!