• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেয়ার ধারণে বীমা আইন লঙ্ঘন রিপাবলিক ইন্স্যুরেন্সের


নিজস্ব প্রতিবেদক মে ২৭, ২০২৫, ০৫:২৮ পিএম
শেয়ার ধারণে বীমা আইন লঙ্ঘন রিপাবলিক ইন্স্যুরেন্সের

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্সে শেয়ার ধারন নিয়ে বীমা আইন ও শ্রম আইনেরও লঙ্ঘন পেয়েছে নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই অনিয়ম খুঁজে পেয়েছে বলে জানিয়েছে নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, বীমা আইন ২০১০ এর ধারা ২১ এর সিডিউল ১ অনুযায়ী প্রতিটি সাধারন বীমা কোম্পানিতে উদ্যোক্তা/পরিচালকদের অবশ্যই কমপক্ষে ৬০ শতাংশ মালিকানা থাকতে হবে। তবে রিপাবলিক ইন্স্যুরেন্সের এ মালিকানার হার ৪০.৪৮ শতাংশ।

রিপাবলিক ইন্স্যুরেন্সে ২০১৪ সাল থেকে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা হয় বলে জানিয়েছেন নিরীক্ষক। কিন্তু ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ী, অর্থবছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে ফান্ড বিতরণের বিধান রয়েছে। তবে ওই ফান্ড কর্মীদের মধ্যে বিতরণ না করে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন এই বীমা কোম্পানি কর্তৃপক্ষ।

এই বীমা কোম্পানিটিতে আইন অনুযায়ী সঠিকভাবে গ্র্যাচুইটি ফান্ড গঠন করা হয় না বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রিপাবলিক ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৪ কোটি ৭০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৯.৫২ শতাংশ। কোম্পানিটির সোমবার (২৬ মে) শেয়ার দর দাঁড়িয়েছে ২৫ টাকায়।

এআর

Wordbridge School
Link copied!