• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হলেই শাস্তি: বিএসইসি


নিজস্ব প্রতিবেদক মে ২৮, ২০২৫, ০৭:০৬ পিএম
ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হলেই শাস্তি: বিএসইসি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসকল কোম্পানি ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হয়েছে এমন ২২টি কোম্পানির সাথে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) বিএসইসি হতে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বৈঠকের বিএসইসির কর্মকর্তাবৃন্দ এবং উক্ত কোম্পানিসমূহের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থতার বিষয়ে আলোচনা হয়েছে এবং যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের জন্য কোম্পানিসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু করতে যাচ্ছে বিএসইসি।

এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে স্পন্সর-ডিরেক্টরদের যৌথভাবে ৩০ শতাংশ শেয়ার হোল্ডিং রাখার বিধান থাকলেও কিছু কোম্পানিতে তার ব্যত্যয় দেখতে পেয়েছে বিএসইসি।

বিএসইসি সূত্রে জানা গেছে, এ বিষয়ে ৪৪ টি কোম্পানিকে উক্ত বিধান নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে। ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!