• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বার্জার পেইন্টসের রাইট শেয়ারের আবেদনের সময় ঘোষণা 


নিজস্ব প্রতিবেদক মে ২৯, ২০২৫, ১১:৪৫ এএম
বার্জার পেইন্টসের রাইট শেয়ারের আবেদনের সময় ঘোষণা 

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ পিএলসি তাদের রাইট শেয়ারের জন্য আবেদনের সময়সূচি প্রকাশ করেছে। আগামী ১৫ জুলাই আবেদন জমা নেওয়া শুরু হবে। আর ৩ আগস্ট পর্যন্ত এই আবেদন জমা দেওয়া যাবে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, রাইট শেয়ারের জন্য যোগ্য শেয়ারহোল্ডারদের চিহ্নিত করার লক্ষ্যে ২৯ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে কেবল তারাই রাইট শেয়ার কেনার জন্য আবেদন করতে পারবেন।

গত মঙ্গলবার (২৭ মে) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বার্জার পেইন্টসের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ১,১০০ টাকা প্রিমিয়ামসহ ১১১০ টাকা দরে ২,৭২৮,১১১টি সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে ৩০২ কোটি ৮২ লাখ টাকা সংগ্রহ করবে কোম্পানিটি, যা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তৃতীয় উৎপাদন কারখানা স্থাপন এবং রাইট অফার সম্পর্কিত ব্যয় মেটাতে ব্যবহার করা হবে।

আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড রাইট অফারটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে।

এসআই

Wordbridge School
Link copied!