• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মার্চেন্ট ব্যাংকের কর কমছে ১০ শতাংশ 


নিজস্ব প্রতিবেদক:  জুন ২, ২০২৫, ০৩:৪৪ পিএম
মার্চেন্ট ব্যাংকের কর কমছে ১০ শতাংশ 

ঢাকা : দেশের পুঁজিবাজারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মার্চেন্ট ব্যাংকসমূহের কর হার ১০ শতাংশ কমছে। মার্চেন্ট ব্যাংকসমূহের বিদ্যমান কর হার ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বাজেটে।

সোমবার (০২ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এসব তথ্য উঠে আসে। জাতির সামনে তিনি ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।

এছাড়া দেশি-বিদেশি লাভজনক ও নামীদামি কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্তিতে উৎসাহিত করতে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। একই সঙ্গে পুঁজিবাজারে বিনিয়োগ ও লেনদেন বাড়াতে সিকিউরিটিজ লেনদেনের মোট মূল্যের ওপর ব্রোকারেজ হাউজসমূহের নিকট হতে কর সংগ্রহের হার ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

অন্যান্যের মধ্যে কর পরিপালন সহজ করার জন্য লিস্টেড কোম্পানিসমূহের ক্ষেত্রে ২ দশমিক ৫ শতাংশ কর হার সুবিধা প্রাপ্তির শর্ত শিথিল করে আয়, ব্যয় ও বিনিয়োগ এর পরিবর্তে কেবল সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করার শর্ত আরোপ করা হয়েছে।

এছাড়া, পুঁজিবাজারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মার্চেন্ট ব্যাংকসমূহ তফসিলি ব্যাংক নয় বিধায় মার্চেন্ট ব্যাংকের করহার ৩৭.৫% হতে কমিয়ে ২৭.৫% নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত: বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওপর ভিন্ন ভিন্ন করহার বিদ্যমান রয়েছে। এর মধ্যে পাবলিকলি ট্রেডেড কোম্পানি- যাদের পরিশোধিত মূলধনের ১০ শতাংশের অধিক শেয়ার আইপিও (প্রাথমিক গণ-প্রস্তাব) এর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে, এর ওপর করহার রয়েছে সাড়ে ২২ শতাংশ (শর্ত সাপেক্ষে ২০ শতাংশ)।

অন্যদিকে পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ বা ১০ শতাংশের কম শেয়ার আইপিও’র মাধ্যমে হস্তান্তরিত হয়েছে, তাদের ক্ষেত্রে করহার রয়েছে ২৫ শতাংশ।

আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানিগুলোর মধ্যে যারা পাবলিকলি ট্রেডেড নয়, তাদের ওপর কর হার রয়েছে সাড়ে ২৭ শতাংশ (শর্ত সাপেক্ষে ২৫ শতাংশ) এবং একক ব্যক্তি কোম্পানিগুলোর করহার হচ্ছে সাড়ে ২২ শতাংশ (শর্ত সাপেক্ষে ২০ শতাংশ)।

অন্যদিকে, পাবলিকলি ট্রেডেড ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান (মার্চেন্ট ব্যাংক ব্যতীত) করহার হচ্ছে ৩৭ দশমিক ৫ শতাংশ এবং পুঁজিবাজারের বাইরে থাকা পাবলিকলি ট্রেডেড নয় এমন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর কর হার হচ্ছে ৪০ শতাংশ।

অন্যান্যের মধ্যে পুঁজিবাজারের বাইরে থাকা মোবাইল ফোন কোম্পানিগুলোর ওপর কর হার ৪৫ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। তবে পুঁজিবাজারে এলে কর হার ৫ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে।

এএইচ

Wordbridge School
Link copied!