ঢাকা : বিনিয়োগকারীদের লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স। কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (০৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য মতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য এই লভ্যাংশ দেবে বিনিয়োগকারীদের। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়ায় (পুনর্মূল্যায়নসহ) ৩৫ টাকা ৬৫ পয়সা।
কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ জুলাই।
পিএস