• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরিশোধিত মূলধনের চেয়ে বেশি লোকসানে গ্লোবাল ইসলামী ব্যাংক


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ১৪, ২০২৫, ০৬:৪২ পিএম
পরিশোধিত মূলধনের চেয়ে বেশি লোকসানে গ্লোবাল ইসলামী ব্যাংক

ঢাকা : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংকের ২০২৫ সালের প্রথমার্ধের ব্যবসায় বড় লোকসান হয়েছে। যা কোম্পানিটির পরিশোধিত মূলধনের থেকে বেশি। এমন পতনে কোম্পানিটির সম্পদের ঋণাত্মকের পরিমাণ আরও বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শিবলী কমিশনের অনুমোদনের মাধ্যমে চট্টগ্রামের বিতর্কিত এস.আলমের নিয়ন্ত্রণাধীন গ্লোবাল ইসলামী ব্যাংক শেয়ারবাজার থেকে ২০২২ সালে ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করে। যে ব্যাংকটির শেয়ার লেনদেনের প্রথম দিনেই অভিহিত মূল্যের নিচে বা ১০% কমে ৯ টাকায় লেনদেন হওয়ার রেকর্ড গড়েছিল।

ব্যাংকটির ২০২৫ সালের প্রথমার্ধের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১৬.৫৬) টাকা। এ হিসাবে ১ হাজার ৩৬ কোটি ৮১ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির ৬ মাসেই নিট লোকসান হয়েছে ১ হাজার ৭১৬ কোটি ৯৬ লাখ টাকা। এর আগে ২০২৪ সালের ব্যবসায় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয় (১২.৬২) টাকা। এ হিসাবে ওই বছরে নিট লোকসান হয় ১ হাজার ৩০৮ কোটি ৪৬ লাখ টাকা।

ব্যবসায় এমন পতনে ব্যাংকটির গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) নেমে এসেছে ঋণাত্মক (৩৮.৩৩) টাকায়। অর্থাৎ ব্যাংকটির এখন অবসায়নে গেলে শেয়ারহোল্ডাররা কোন কিছুই পাবে না।

ব্যবসায় এই ধসের কারন হিসেবে গ্লোবাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের ৬ মাসে ৫৬৩ কোটি ১০ লাখ টাকা পরিচালন লোকসান ও ১ হাজার ৭০ কোটি ৪৩ লাখ টাকা সঞ্চিতি গঠন করায় বড় লোকসান হয়েছে। একই কারনে রিটেইন আর্নিংস ৪ হাজার ৯৭৪ কোটি ২৩ লাখ টাকা ঋণাত্মকে নেমে এসেছে।

উল্লেখ্য, ২০২২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া গ্লোবাল ইসলামী ব্যাংকের ৮৪.৫৮ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ব্যাংকটির শেয়ার দর দাঁড়িয়েছে ২.৯০ টাকায়।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!