• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেয়ার কারসাজির অপরাধে পাঁচ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৮:২৯ পিএম
শেয়ার কারসাজির অপরাধে পাঁচ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নিউলাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে পাঁচ বিনিয়োগকারীকে ১৩ কোটি ৩৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বুধবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৭২তম কমিশন বৈঠকে এ জরিমানা করা হয়। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২১ সালের ২৪ মে থেকে ওই বছরের ৫ জুলাই পর্যন্ত সময়ের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তদন্তে কারসাজির প্রমাণ পায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এই অপরাধে বিনিয়োগকারী রিয়াজ মাহমুদকে ১ কোটি ১৪ লাখ টাকা, আবুল বাশারকে ৪ কোটি ২ লাখ টাকা, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিংকে ৪ কোটি ২৮ লাখ টাকা, মো. সেলিমকে ১ কোটি ৬৯ লাখ টাকা এবং মো. জামিলকে ২ কোটি ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এআর

Wordbridge School
Link copied!