• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেয়ারবাজারে সূচকের বড় পতন, নামমাত্র বেড়েছে লেনদেন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১২, ২০২৫, ০৪:৪৪ পিএম
শেয়ারবাজারে সূচকের বড় পতন, নামমাত্র বেড়েছে লেনদেন

ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ অক্টোবর) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ।

রোববার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮১ দশমিক ২৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২০২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৯ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১ হাজার ১১৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৪ দশমিক ৬০ পয়েন্ট কমে ২ হাজার ৯৯৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৩০ কোটি ১৮ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৭টি কোম্পানির, বিপরীতে ৩১১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!