• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বীমা আইন লঙ্ঘন: তাকাফুল ইন্সুইরেন্সের বিরুদ্ধে আইডিআরএ‍‍`র কঠোর নির্দেশনা 


আবদুল হাকিম  জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:৩১ পিএম
বীমা আইন লঙ্ঘন: তাকাফুল ইন্সুইরেন্সের বিরুদ্ধে আইডিআরএ‍‍`র কঠোর নির্দেশনা 

ফাইল ছবি

দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির বিরুদ্ধে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা অমান্য করার গুরুতর অভিযোগ উঠেছে। কোম্পানিটির পরিচালক নির্বাচনে অনিয়ম প্রমাণিত হলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় বীমা আইন লঙ্ঘন হচ্ছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। 

তাই বীমা আইন ২০১০-এর ধারা ৫০ অনুযায়ী কোম্পানিটির বিরুদ্ধে ফের কড়া নির্দেশনা জারি করেছে আইডিআরএ। গত ৮ ডিসেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (আইন) ও উপসচিব মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এক স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনার অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এর আগেও একই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি।

সর্বশেষ নির্দেশনায় বলা হয়, গত বছরের ১৬ আগস্ট তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বীমাকারীর ‘পরিচালক নির্বাচন বিধিমালা ২০২৪’-এর বিধি ১১(২) লঙ্ঘন করে যথাযথভাবে ভোট গণনা না করে উদ্যোক্তা পরিচালক অংশে এবিএম কায়কোবাদ, মোঃ মাসুদুর রহমান ও তাহমিনা আফরোজ এবং সাধারণ পরিচালক অংশে জিয়া উদ্দিন পোদ্দার ও মোঃ সাইদুল ইসলামকে অবৈধভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

বিষয়টি তদন্তের জন্য ওই বছরেরই ২৭ আগস্ট নিরীক্ষা প্রতিষ্ঠান মাহফেল হক অ্যান্ড কোং-কে নিয়োগ করে আইডিআরএ। তদন্ত শেষে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে অভিযোগে বর্ণিত বিজয়ী ঘোষিত পরিচালকদের ‘পরিচালক নির্বাচন বিধিমালা ২০২৪’-এর বিধি ১১(২) লঙ্ঘন করে যথাযথভাবে ভোট গণনা না করে অবৈধভাবে পরিচালক পদে বিজয়ী ঘোষণা করার বিষয়টি তথ্য-প্রমাণসহ প্রমাণিত হয়েছে। তদন্ত প্রতিবেদনে উপস্থাপিত প্রকৃত ভোটের ফলাফল এবং ঘোষিত ফলাফলে মিলের তফাৎ পাওয়া গেছে।

নির্দেশনায় প্রকৃত ভোটের সঙ্গে কোম্পানি কর্তৃপক্ষের ঘোষিত ভোটের মধ্যে বড় ব্যবধান রয়েছে বলে উল্লেখ করে ভোটের সংখ্যা জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদনে উল্লিখিত ‘পরিচালক নির্বাচন বিধিমালা ২০২৪’ অনুযায়ী প্রাপ্ত প্রকৃত ভোট সংখ্যা উদ্যোক্তা পরিচালক অংশে—আবুল হাশেম ১০,৯৭৩,৩৬০ ভোট; মোহাম্মদ মফিজউদ্দিন ৯,৬৯৫,৭৬৬ ভোট; ফারজানা রহমান ৯,৬৯৫,৭৬৬ ভোট; আনোয়ার হোসাইন চৌধুরী ৯,৬৯৫,৬০০ ভোট; এবিএম কায়কোবাদ ৮,৬৬৯,৩৮০ ভোট; মোঃ মাসুদুর রহমান ৮,৬৬৯,৩৮০ ভোট; তাহমিনা আফরোজ ৮,৬৬৯,৩৮০ ভোট এবং আনোয়ারুল হক চৌধুরী ৭,৩৯১,৭৮৬ ভোট পেয়েছেন।

তবে বীমাকারী কর্তৃক ঘোষিত প্রাপ্ত ভোট সংখ্যা উদ্যোক্তা পরিচালক অংশে—আবুল হাশেম ৮,৮১২,৮০৫; এবিএম কায়কোবাদ ৮,৬৫১,৮২০; মোঃ মাসুদুর রহমান ৮,৬৫১,৮২০; তাহমিনা আফরোজ ৮,৬৫১,৮২০; মোহাম্মদ মফিজউদ্দিন ৭,৫৩৫,২১১; ফারজানা রহমান ৭,৫৩৫,২১১; আনোয়ার হোসাইন চৌধুরী ৭,৫৩৫,২১১ এবং আনোয়ারুল হক চৌধুরী ৭,৩৭৪,২২৬ ভোট পেয়েছেন।

‘পরিচালক নির্বাচন বিধিমালা ২০২৪’ অনুযায়ী প্রাপ্ত প্রকৃত ভোট সংখ্যা জনসাধারণ পরিচালক অংশে—নাফিসা সালমা ১০,৯৪১,০৪৯ ভোট (ঘোষিত ফল ৮,৮৬০,৫৪৫), মোহাম্মদ ওসমান গণি ১০,৯৪১,০৪৯ ভোট (ঘোষিত ফল ৮,৮৬০,৫৪৫), জিয়া উদ্দিন পোদ্দার ৯,৪১৬,৫৫৪ ভোট (ঘোষিত ফল ৯,২৯৩,৪২৫), মোঃ সাইদুল ইসলাম ৯,৪১৬,৫৫৪ ভোট (ঘোষিত ফল ৯,২৯৩,৪২৫) পেয়েছেন।

নির্দেশনায় আরও বলা হয়, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ভোট গণনা করা হলে উদ্যোক্তা পরিচালক অংশে আবুল হাশেম, মোহাম্মদ মফিজউদ্দিন, ফারজানা রহমান ও আনোয়ার হোসাইন চৌধুরী এবং জনসাধারণ পরিচালক অংশে নাফিসা সালমা ও মোহাম্মদ ওসমান গণি বৈধভাবে নির্বাচিত হবেন।

তবে বাস্তবে বিধিমালা লঙ্ঘন করে অপেক্ষাকৃত কম ভোটপ্রাপ্ত প্রার্থীদের উদ্যোক্তা পরিচালক অংশে এবিএম কায়কোবাদ, মোঃ মাসুদুর রহমান ও তাহমিনা আফরোজ এবং জনসাধারণ পরিচালক অংশে জিয়া উদ্দিন পোদ্দার ও মো. সাইফুল ইসলামকে বেআইনিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

আইডিআরএ জানায়, আবুল হাশেম বিধিমালা অনুযায়ী বৈধভাবে নির্বাচিত হওয়ায় তিনি পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। তবে অবৈধভাবে বিজয়ী ঘোষিত পরিচালকরা এখনো পদে বহাল থাকায় এটি বীমা প্রতিষ্ঠানের সুশাসন, পলিসিধারকদের স্বার্থ, শেয়ারহোল্ডারদের স্বার্থ এবং জনস্বার্থের পরিপন্থী বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।

এ অবস্থায়, বীমাকারীর ‘পরিচালক নির্বাচন বিধিমালা ২০২৪’ এর বিধি ১১(১) লঙ্ঘন করে বেআইনিভাবে বিজয়ী ঘোষিত পরিচালক—উদ্যোক্তা অংশে এবিএম কায়কোবাদ, মোঃ মাসুদুর রহমান ও তাহমিনা আফরোজ এবং জনসাধারণের অংশে জিয়া উদ্দিন পোদ্দার ও মোঃ সাইফুল ইসলামকে পরিচালনা পর্ষদের পরিচালক পদ হতে অপসারণ করে তাদের স্থানে পরিচালক নির্বাচন বিধিমালা ২০২৪ অনুযায়ী প্রকৃতভাবে নির্বাচিত উদ্যোক্তা পরিচালক অংশে মোহাম্মদ মফিজউদ্দিন, ফারজানা রহমান ও আনোয়ার হোসাইন চৌধুরী এবং জনসাধারণ অংশে নাফিসা সালমা ও মোহাম্মদ ওসমান গণিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিযুক্ত করার জন্য বীমা আইন ২০১০-এর ধারা ৫০(১) অনুযায়ী নির্দেশনা জারি করা হলো।

অভিযোগের বিষয়ে জানতে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান তাহমিনা আফরোজের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

Wordbridge School
Link copied!