• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধর্ষকের বিচার দাবিতে দিনব্যাপী উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়


নিজস্ব প্রতিবেদক:  মার্চ ৯, ২০২৫, ০৪:৩০ পিএম
ধর্ষকের বিচার দাবিতে দিনব্যাপী উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা: ধর্ষকের বিচার চেয়ে মধ্যরাতে মিছিলে পর সকাল থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভাগের শিক্ষকরাও।

রোববার (৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাবির অন্তত ১২ বিভাগের শিক্ষার্থীরা মিছিল করেছেন। প্রত্যেকটি মিছিলে উল্লেখযোগ্য শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে।

সকাল থেকে এ পর্যন্ত লোকপ্রশাসন বিভাগ, রসায়ন বিভাগ, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ, ইংরেজি বিভাগ, ভূতত্ব বিভাগ, ভাষাবিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, পদার্থবিজ্ঞান বিভাগকে মিছিল বের করতে দেখা গেছে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মিডটার্ম পরীক্ষা ছিল। কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষায় বসেননি।

মিছিলে তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে দেশর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির নিন্দা জানান।

আইএ

Wordbridge School
Link copied!