• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদের দিনে তিতুমীর কলেজ শিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন


নিজস্ব প্রতিবেদক জুন ২, ২০২৫, ১০:১১ পিএম
ঈদের দিনে তিতুমীর কলেজ শিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন

ঢাকা: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি তিতুমীর কলেজ শাখা ঢাকায় অবস্থানরত তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য ঈদের দিনে মধ্যাহ্নভোজের আয়োজন করতে যাচ্ছে। এতে মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা।

আজ সোমবার (২ জুন) সন্ধ্যা ৬টার দিকে "ছাত্রশিবির তিতুমীর কলেজ" ফেইসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ছাত্রশিবির, সরকারি তিতুমীর কলেজ শাখা।

এ বিষয়ে তিতুমীর কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী শাহিন বলেন, ছাত্রশিবির, সরকারি তিতুমীর কলেজ শাখাকে ধন্যবাদ জানাই শিক্ষার্থীবান্ধব একটি সুন্দর আয়োজন করার জন্য। আশা করি ভবিষ্যতেও তারা এমন উদ্যোগ গ্রহণ করবে। ছাত্র রাজনীতি হোক ‘মার্কেটপ্লেস অফ আইডিয়াস’, যেখানে নতুন নতুন চিন্তা-ভাবনা অন্তর্ভুক্ত হবে এবং ভালো কাজের প্রতিযোগিতা সৃষ্টি হবে-এই প্রত্যাশা ব্যক্ত করছি।

এটি নিয়ে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি মুনতাসির আনসারি বলেন, আমাদের এই আয়োজন শুধু খাবারের নয়, এটি শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব, সহানুভূতি ও পারস্পরিক বন্ধন গড়ে তোলার একটি প্রয়াস। যেসব শিক্ষার্থী ঈদের সময় বাড়ি যেতে পারবে না, তাদের একাকীত্ব দূর করাই আমাদের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই আয়োজনের মাধ্যমে আমরা তিতুমীর ক্যাম্পাসে একটি মানবিক ও ঐক্যবদ্ধ পরিবেশ গড়ে তুলতে চাই।

এআর

Wordbridge School
Link copied!