ঢাকা : কুষ্টিয়ার বিত্তিপাড়া নামক স্থানে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী রাশেদুল ইসলাম। তিনি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাশেদের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। কিছুদিন আগে তিনি স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন।
সোমবার (১৬ জুন) ভোর ৫টার দিকে রাশেদ কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসছিলেন। পথে বিত্তিপাড়া নামক স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। অতিরিক্ত রক্তক্ষরণ অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
রাশেদের সহপাঠীরা জানান, রাশেদ রাতের ট্রেনে জয়পুরহাট থেকে পোড়াদহ পর্যন্ত আসেন। পরবর্তীতে সেখান থেকে কুষ্টিয়া যান। সেখান থেকে শ্যামলি পরিবহনে উঠে ক্যাম্পাসের দিকে আসছিলেন। তিনি বাসের ইঞ্জিন কাভারে বসেছিলেন। পরবর্তীতে বিত্তিপাড়া নামক এলাকায় বাসটির সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে। ইঞ্জিন কাভারে বসার কারণে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান।
রাশেদের সহপাঠী তানভির মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় রাশেদ মারাত্মকভাবে আহত হন। এসময় তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে৷ কুষ্টিয়া সদর হাসপাতালে আসা পর্যন্ত তার জ্ঞান ছিল। হাসপাতালে প্রায় আধাঘন্টা ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। সে আর বেঁচে নেই। আপাতত পোস্ট মর্টেম করা হচ্ছে না। নিহত শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
পিএস