ছবি : সংগৃহীত
ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন।
বুধবার (৭ জানুয়ারি) পৌনে ১টা পর্যন্ত এ অবস্থা দেখা যায়।
১৩ কেন্দ্রের ফলাফলে ভিপি প্রার্থী একেএম রাকিব ১ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল পেয়েছেন ১ হাজার ৩৫৯ ভোট।
এছাড়া জিএস পদে ছাত্রশিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ১ হাজার ৪৬৯ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কোবরা ৭২৪ ভোট পেয়েছেন। তাছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা ১ হাজার ৩৪৬ ও ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ১ হাজার ১৫৯ ভোট পেয়েছেন।
প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হলেও আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মাত্র ৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এখনো ৩১টি কেন্দ্রের ভোট গণনা বাকি। ফলাফল ঘোষণা হওয়া কেন্দ্র ৮টি হলো- নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল, ফার্মেসি, সিএসই, মাইক্রোবায়োলজি, ফিন্যান্স ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
পিএস







































