ছবি: নিজস্ব
ঢাক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনে সাহসী অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেয়েছেন সাংবাদিক এইচ এম. ইমরান হোসাইন। তিনি বর্তমানে স্টার নিউজে রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
বুধবার বিকেলে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।
এইচ এম. ইমরান জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মাঠে থেকে সাহসিকতার সঙ্গে ঘটনাপ্রবাহ দৃশ্যমাধ্যমে তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও নাগরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ, আহত ও নির্যাতিতদের পরিবারকে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি জুলাই আন্দোলনে সাহসী অবদান রাখার জন্য স্বীকৃতি স্বরূপ দেড় শতাধিক সাংবাদিককে ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান করা হয়।
পিএস







































