• ঢাকা
  • শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতীয়দের ভিসা বন্ধের বিষয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৮, ২০২৬, ০৬:৪৯ পিএম
ভারতীয়দের ভিসা বন্ধের বিষয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে হামলার শিকার বাংলাদেশি মিশনগুলোর ভিসা সেকশন বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি। এটা নিরাপত্তার কারণে।’
 
তৌহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্রে সামাজিক সুরক্ষা গ্রহণকারীদের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা রয়েছেন। এ কারণে  ভিসা বন্ডের আওতায় পড়েছে বাংলাদেশ। এ সময় বিভিন্ন দেশে অবৈধ অভিবাসনের দায় আগের সব সরকারের বলেও মন্তব্য করেন তিনি।
 
প্রসঙ্গত, ২০ ডিসেম্বর নয়াদিল্লি এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারে বিভিন্ন উগ্রপন্থি গোষ্ঠী হামলা ও ভাঙচুর চালায়। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পাশাপাশি ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশিদের ভিসা প্রদান কার্যক্রম সীমিত করে। যার জেরে সেখানে বাংলাদেশিদের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে।  

পিএস

Wordbridge School
Link copied!