• ঢাকা
  • শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বানারীপাড়ায় অস্ত্রসহ আ.লীগের সাবেক নেতা গ্রেপ্তার


বরিশাল প্রতিনিধি   জানুয়ারি ৮, ২০২৬, ০৫:৪৪ পিএম
বানারীপাড়ায় অস্ত্রসহ আ.লীগের সাবেক নেতা গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় দেশীয় অস্ত্রসহ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৭ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম তারিকুল ইসলাম তারেক। তিনি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন এবং সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। অতীতে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বানারীপাড়া থানা পুলিশের একটি দল রাত সাড়ে ১০টার দিকে তার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার হেফাজত থেকে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি এবং একটি রামদা উদ্ধার করা হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে তারিকুল ইসলাম তারেকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 

পিএস

Wordbridge School
Link copied!