• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হট ছবি ভাইলার করে বিতর্কে নুসরাত ফারিয়া


নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ৩, ২০২০, ১০:২৪ এএম
হট ছবি ভাইলার করে বিতর্কে নুসরাত ফারিয়া

সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার অভিনীত একাধিক সিনেমা বাংলাদেশ ও কলকাতায় দর্শক ও সোশাল মিডিয়ায় ফ্যান-ফলোয়ার বেশ।

গেল বছরের সেপ্টেম্বরে ‘সুইম স্যুট’ পরে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফেসবুক, ইনস্টাগ্রামে যারা তাকে ফলো করেন তাদের অনেকেই তখন অকথ্য ভাষায় গালমন্দ করেছিলেন এই অভিনেত্রীকে। যদিও সমালোচনা কিংবা বিতর্কের ভয়ে ছবিটি সরিয়ে নেননি তিনি।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সোশাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে আরও একবার সমালোচনার শিকার ‘আশিকী’ খ্যাত তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া।

গতকাল ফারিয়া তার নিজের অফিসিয়াল ফেসবুক, ইনস্টাগ্রামে জিন্স ও শর্ট টপস পরে একটি খোলামেলা ছবি দেন। আর এই ছবি দিতেই সেখানে তার সমালোচনায় ঝাঁপিয়ে পড়েন নেটিজেনরা। তবে ইতিবাচক নেতিবাচক যাই হোক, ছবিটি পোস্টের ২০ ঘন্টায় ৫০ হাজারের বেশি লাইক এবং ছয় হাজারের বেশি কমেন্ট পড়েছে।

দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’-এ কাজ করছেন নুসরাত ফারিয়া। এক দফায় শুটিং শেষ করেছেন, চলতি মাসে হওয়ার কথা বাকি শুটিং। এছাড়া সম্প্রতি শিহাব শাহীনের চলচ্চিত্র ‘যদি…কিন্তু…তবুও’-এর জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত।

সোনালীনিউজ/ঢাকা/এসএস

Wordbridge School
Link copied!