• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ


বিনোদন ডেস্ক আগস্ট ৪, ২০২২, ০৮:২৩ পিএম
নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

ঢাকা: চলতি মাসের ১ তারিখ থেকে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের কার্ড বিতরণ। নতুন করে পরিচয়পত্র পাচ্ছেন সিনেমার শিল্পীরা। এরই মধ্যে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের হাত থেকে পরিচয়পত্র নেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, ইমন, সায়মন, চিত্রনায়িকা শাহনূরসহ অনেকে। যার ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন শিল্পীরা।

তবে এ বিষয়ে ক্ষুব্ধ হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। পরিচয়পত্রগুলোতে সাধারণ সম্পাদক পদের জায়গায় চিত্রনায়ক নিপুণ আক্তারের স্বাক্ষর তাকে হতাশ করেছে।

আপত্তি জানিয়ে জায়েদ খান বলেন, ‘নিপুণ অবৈধভাবে স্বাক্ষর করে পরিচয়পত্র দিচ্ছেন। সে আদালত অবমাননা করেছে। এটি অন্যায়। কারণ, আদালত সাধারণ সম্পাদক পদের ওপর স্থগিতাদেশ দিয়ে রেখেছেন। আদালতের রায়কে শ্রদ্ধা জানিয়ে আমি কোনো ধরনের কাজে অংশ নিচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমি অবশ্যই আইনি পদক্ষেপ নেব। কারণ, নিপুণ আইনের তোয়াক্কা না করে সমিতির সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমি আইনজীবীদের সঙ্গে কথা বলে দ্রুতই পদক্ষেপ নিচ্ছি।’

বিষয়টি নিয়ে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘হ্যাঁ, নিপুণের স্বাক্ষর করেছে। সে তো সকল অনুষ্ঠানেও অংশ নিচ্ছে।’ কিন্তু উচ্চ আদালতে তো পদটির কোনো সুরাহা হয়নি এখনও? এর উত্তরে কাঞ্চন বলেন, ‘আদালত থেকে তো তাকে নিষেধও করেনি। এটা আপনারা আদালতের কাছে জানতে চান।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!