• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন


বিনোদন প্রতিবেদক মার্চ ১৮, ২০২৪, ০৯:০৬ পিএম
কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন

ঢাকা: জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৮ মার্চ) রাতে রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গীতিকার তরুন মুন্সি বিষয়টি নিশ্চিত করেন।

তরুন মুন্সি জানান, তিনি শুনেছেন গ্রিনরোড কমফোর্ট হাসপাতালে মারা গেছেন। তিনি সেখানে যাচ্ছেন।

‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’–এর মতো বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন খালিদ।

গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন।

এমএস

Wordbridge School
Link copied!