• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাকিব খানের সাক্ষাতে মুগ্ধ সৌমিতৃষা!


বিনোদন প্রতিবেদক নভেম্বর ১৩, ২০২৪, ১২:৪৫ পিএম
শাকিব খানের সাক্ষাতে মুগ্ধ সৌমিতৃষা!

ঢাকা: ঢালিউড থেকে টালিউডের নায়িকাদের দিকেই যেন ইদানীং বেশি ঝুকছেন শাকিব খান। টেলিঅভিনেত্রী থেকে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন ইধিকা পাল, শাকিবের হাত ধরেই। সামনেই মুক্তি পাবে ‘দরদ’। সেখানে শাকিবের বিপরীতে রয়েছেন হিন্দি ছবির সোনাল চৌহান। এ ছাড়াও একটি ছবির প্রস্তুতি শুরু করেছেন। সেখানে শাকিবের সঙ্গে ফের অভিনয় করছেন ইধিকা।

রবিবার রাতে শহরের এক বিলাসবহুল হোটেলে সৌমিতৃষা কুন্ডুর সঙ্গে দেখা হল শাকিবের। কথা হল বেশ কিছু ক্ষণ। মুগ্ধতা যেন কাটতে চাইছে না সৌমিতৃষার।

শহরের এক প্রযোজনা সংস্থা আগামী বছর একসঙ্গে ১৮টি ছবি উপহার দিতে চলেছে দর্শককে। তাঁর আনুষ্ঠানিক ঘোষণা মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের মহাতারকাও। সৌমিতৃষার দাবি, এক ঝলকেই অভিনেত্রীকে চিনতে পেরেছেন শাকিব। বেশ কিছু ক্ষণ কথা হয় তাঁদের। সৌমিতৃষার কথায়,‘‘খুব বেশি ক্ষণ না হলেও যেটুকু কথা হল বুঝলাম, মানুষটা ভীষণ মাটির কাছাকাছি। ঠিক যেমন এখানকার দেবদা অথবা জিৎদা। আসলে বড় তারকা যাঁরা হন, তাঁরা বোধ হয় এতটাই অমায়িক হয়ে থাকে।’’ আলাদা করে পরিচয় দিতে হয়নি, নিজে থেকেই কথা বলেছেন শাকিব, জানালেন অভিনেত্রী। তাঁর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে সৌমিতৃষার। তবে সে নিয়ে এখনই কোনও কথাবার্তা এগোয়নি। 

সৌমিতৃষার সংযোজন, ‘‘আমি শাকিব খান থেকে শাহরুখ খান, সকলের সঙ্গে কাজ করতে চাই। এঁদের সঙ্গে কাজ করতে পারা তো জীবনের এক একটা অভিজ্ঞতা।’’

ইউআর

Wordbridge School
Link copied!