• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরিচালকের সাথে সামান্থার গোপন প্রেমের তথ্য ফাঁস করলেন নাগা, মুখ খুললেন অভিনেত্রী


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১১:২২ এএম
পরিচালকের সাথে সামান্থার গোপন প্রেমের তথ্য ফাঁস করলেন নাগা, মুখ খুললেন অভিনেত্রী

ঢাকা: অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের তিন বছরের মাথায় ফের সংসারী হয়েছেন নাগা চৈতন্য। অভিনেতার দ্বিতীয় বিয়ে নিয়ে এখনও কাটাছেঁড়া চলছে নেটপাড়ায়। পাশাপাশি তার বর্তমান স্ত্রী শোভিতা ধুলিপালাকে নিয়ে নানা মন্তব্য ঘোরাফেরা করছে। 
 
যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা জানান, পারস্পরিক সম্মতিতে দুজনের বিচ্ছেদ হয়েছে। যেমন তিনি (সামান্থা) ভালোবাসা খুঁজে পেয়েছেন শোভিতার মধ্যে, তেমনই সামান্থা প্রেমে পড়েছেন। প্রাক্তন স্বামীর এমন মন্তব্যে মোটেও ভালোভাবে নেননি সামান্থা।

২০১৭ সালে সামান্থাকে বিয়ের পর ২০২১ সালে তারা দু’জনে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। দু’জনে মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখনও তারা পরস্পরকে শ্রদ্ধা করেন। 

নাগা বলেন, “আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে। আমাদের ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না। আমি যেমন, আমার জীবনের ভালবাসা খুঁজে পেয়েছি, তেমনটা সেও পেয়েছে।”

নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি পরিচালক রাজ-ডিকে জুটির রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই রাজের সঙ্গে পর পর কাজ করছেন তিনি।

গত বছর নভেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেল: হানি বানি’ নামের ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় সামান্থাকে। তাহলে কি বিনা অনুমতিতেই সামান্থাকে নিয়ে অনধিকার চর্চা করে ফেললেন নাগা? 

সেই উত্তরই এসেছে সামান্থার পক্ষ থেকে। প্রাক্তনকে ইঙ্গিত করে অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘মানুষ হয়ে ওঠা একটা পদ্ধতি। কোনও কিছু পূর্বনির্ধারিত নয়। মানুষের নিজের হাতেই রয়েছে আসলে সে কী হতে চায়!’’

ইউআর

Wordbridge School
Link copied!