• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই ফের বিয়ের পিঁড়িতে তনি!


বিনোদন ডেস্ক অক্টোবর ১৩, ২০২৫, ০৪:২৯ পিএম
স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই ফের বিয়ের পিঁড়িতে তনি!

ফাইল ছবি

নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির নতুন বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। তার দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যু থেকে মাত্র এক বছর পেরোতেই এই খবর সামনে এসেছে।

সামাজিক মাধ্যমে তনি ও তার নতুন স্বামী এমডি সিদ্দিকের ছবি প্রকাশিত হয়েছে। সিদ্দিক নিজের ফেসবুকে লিখেছেন, ‘আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি।’

এদিকে তনিও জন্মদিনের ছবিতে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।’ এই পোস্ট ও সম্বোধন দেখে নেটিজেনরা নিশ্চিত হয়েছেন, তনি ও সিদ্দিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

তবে বিষয়টি নিয়ে রোবাইয়াত ফাতিমা এখনো কোনো মন্তব্য করেননি।

গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তনি ও তার প্রিয়তমের মধ্যে বয়সের ব্যবধান নিয়ে সে সময় ব্যাপক সমালোচনা ও ট্রোলের মুখে পড়তে হয়েছিল।

প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। পরিবার প্রথমে মেনে না নিলেও পরে সব ঠিক হয়ে যায়।

এসএইচ

Wordbridge School
Link copied!