• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হিন্দিতে লালন সংগীত গাইলেন ফরিদা পারভীন


বিনোদন প্রতিবেদক জুন ৫, ২০১৭, ০২:৫৫ পিএম
হিন্দিতে লালন সংগীত গাইলেন ফরিদা পারভীন

ঢাকা: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ফরিদা পারভীন। পল্লীগীতির জন্য জনপ্রিয় এই শিল্পী ফকির লালন শাহ’র গান গেয়েই বেশী জনপ্রিয়তা পান। সেই থেকে লালন সংগীত গাইতে গাইতে ‘লালন কন্যা’ হিসেবে খ্যাতিও পেয়েছেন। আর এবার লালন সংগীত গেয়েই মুগ্ধ করলেন ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখার্জীকে। তবে তিনি লালন সংগীত গেয়েছেন হিন্দি ভাষাতে!

হ্যাঁ। টানা দুই ঘণ্টা হিন্দি ভাষাতেই লালন সংগীত পরিবেশন করেছেন দেশের অন্যতম জনপ্রিয় লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন। গেল শুক্রবার শুক্রবার বিকেলে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে (আইআইসি) আমন্ত্রিত ছিলেন তিনি। আর সেখানেই ভারতের রাষ্ট্রপতির সম্মানার্থে দুই ঘণ্টা হিন্দিতেই লালন সংগীত পরিবেশন করেন তিনি। 

কিন্তু বাংলা ছেড়ে হিন্দি ভাষায় লালনের গান কিভাবে রপ্ত করলেন এ বিষয়টিও জানিয়েছেন ফরিদা পারভীন। এ বিষয়ে তিনি বলেন, গানের একটা নিজস্ব ভাষা আছে। গাইতে গাইতে তা রপ্ত হয়। আমি আমার মতো করে আপ্রাণ চেষ্টা করে চলেছি। এই যে এত হিন্দিভাষীর কাছে লালনের দর্শন পৌঁছে যাবে, এটাই তো এক বিরাট কাজ।

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!