• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লুকিয়ে ঈদের সিনেমা দেখলেন বুবলী


বিনোদন প্রতিবেদক জুন ২১, ২০১৮, ০৩:২৩ পিএম
লুকিয়ে ঈদের সিনেমা দেখলেন বুবলী

শবনম বুবলী

ঢাকা: নিজেকে লুকিয়ে দর্শকদের সঙ্গে বসে ঈদের সিনেমা দেখলেন সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলী। ‘ঠিক চুরি করে নয়, বলব নিজেকে গোপন করে ছবি দেখেছি। আমার মনে হয়, দর্শক যদি জানতে পারে যে আমি বুবলী সিনেমা হলে সবার সঙ্গে ছবি দেখছি, তা হলে দর্শকদের কিছুটা হলেও মনোযোগ সরবে। তা ছাড়া আমি সব সময় চেষ্টা করি সাধারণ সিনেমা হলে গিয়ে ছবি দেখতে। 

এভাবে আমি বুঝতে পারি, দর্শক কীভাবে ছবিটিকে নিচ্ছে। সবাই যখন আনন্দে হাততালি দেয় অথবা দুঃখ করে, তখন নিজের রক্তে কেমন যেন করে ওঠে। আমি সেটা অনুভব করি।’ এবারের ঈদে মুক্তি পাওয়া দুটি ছবি নিয়ে অনুভূতি প্রকাশের সময় এসব কথা বলেন নায়িকা শবনম বুবলী। ‘সুপার হিরো’ ও ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবি দুটিতে বুবলী কাজ করেছেন শাকিব খানের সঙ্গে। 

কোন ছবি দেখেছেন, দর্শক কোন ছবি বেশি পছন্দ করেছে—জানতে চাইলে বুবলী বলেন, ‘আমি চম্পাকলিতে দেখেছি  ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ আর মধুমিতায় দেখেছি ‘সুপার হিরো’। দুটি ছবি আসলে দুই রকম। আমার মনে হয়েছে, দুটো ছবিই নিজেদের মতো দর্শক পছন্দ করছে। যেমন ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিতে আমরা যখন ঝগড়া করছিলাম আঞ্চলিক ভাষায়, সেটা সবাই অনেক মজা পাচ্ছিল। 

সবাই দেখি খিলখিল করে হেসে গড়াগড়ি খাচ্ছিল। যদিও অনেকেই বলছিল, তারা ভাষা ঠিক বুঝতে পারছে না। আবার ‘সুপার হিরো’ ছবিটি দেশপ্রেম নিয়ে। এই ছবিতে দর্শক মনে করেছে এমন হবে, কিন্তু দেখা গেল হয়ে গেল অন্য রকম। তখন সবাই ইশ করে শব্দ করছে। গান ফাইট সবখানে দর্শক নিজের প্রতিক্রিয়া প্রকাশ করে সিটে বসে। আমি ছবির পাশাপাশি সবার প্রতিক্রিয়া উপভোগ করেছি।”

ছোটবেলায় লুকিয়ে ছবি দেখা হয়েছে কি না—জানতে চাইলে বুবলী বলেন, ‘না, আমার আসলে চুরি করে কখনো হলে গিয়ে ছবি দেখতে হয়নি। ছোটবেলায় যতবার সিনেমা হলে গিয়েছি, তা পরিবারের সাথেই। তা ছাড়া টিভিতে সিনেমা দেখা হয়েছে প্রচুর।’

নিজের ছবি দেখে কি মনে হয়েছে আরো ভালো করা যেত? এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আসলে শিল্পীদের এমন ক্ষুধা সব সময়ই থাকে। সব দৃশ্যেই মনে হয় যদি আরো ভালো করা যেত? আর ভালোর তো কোনো শেষ নেই। আমি মনে করি, সব শিল্পীর বেলায় এমন হয়। আবার ছবির দৃশ্যেগুলো দর্শক যখন অ্যানজয় করে, তখন মনে হয় ঠিকই করেছি। ভালো হয়েছে।’

মুক্তি পাওয়া দুটি ছবিই দর্শকদের দেখার অনুরোধ জানান বুবলী। বলেন, ‘আমি প্রথমেই বলব আমার দুটি ছবিই দেখুন। তারপর বাকি তিনটা ছবি দেখুন। কারণ দর্শক যদি হলে গিয়ে ছবি না দেখে, তা হলে আমাদের দেশে নতুন নতুন ছবি হবে না। চলচ্চিত্র জগৎ বাঁচিয়ে রাখতে সবার হলে গিয়ে ছবি দেখা উচিত। তবে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। এখন বিশ্বকাপ ফুটবল খেলা চলছে, এমন সময়ও তাঁরা হলে গিয়ে ছবি দেখছেন এবং প্রেক্ষাগৃহ পূর্ণ। আপনাদের এই ভালোবাসা নতুন করে কাজ করার অনুপ্রেরণা হয়ে থাকবে।’

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!