• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ভাইরাল


নিজস্ব প্রতিবেদক:  জুন ১২, ২০২৫, ০৯:১৫ এএম
প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ভাইরাল

ঢাকা : যুক্তরাজ্যে চার দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফর চলাকালে যুক্তরাজ্যে তার বিরুদ্ধে কিছু সংখ্যক প্রবাসী তার বিরুদ্ধে বিক্ষোভ করে। এই বিক্ষোভ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।

এবার সামাাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিক্ষোভকারীদের অল্পসংখ্যক উপস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি রসিকতাপূর্ণ স্ট্যাটাস দেন। মুহুর্তেই তার স্ট্যাটাস ভাইরাল হয়।

শফিকুল আলম লিখেন, ঘেউ ঘেউ করার জন্য পুরা ইউরোপ টোকাইয়া মাত্র ২০টা লোক পাইলো!

এই বাক্যটি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং নানা রকম মন্তব্যে ভরে ওঠে মন্তব্যের ঘর। কেউ সমর্থন জানিয়েছেন হাস্যরসের ভাষায়, আবার কেউ সমালোচনা করেছেন ভাষার ধরন ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে।

পিএস

Wordbridge School
Link copied!