• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’


নিজস্ব প্রতিবেদক:  জুন ১৬, ২০২৫, ০৭:১২ পিএম
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’

ঢাকা : বেশ কয়েকদিন যাবৎ দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’। সোমাবার (১৬ জুন) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের 

তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’। এটি পূর্ণাঙ্গ ও মৌসুমি বৃষ্টিবলয়। দেশের প্রায় সব এলাকায় ‘রিমঝিমের’ প্রভাব পড়লেও রংপুর ও সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকা বন্যার কবলে পড়তে পারে অতি বর্ষণের কারণে।

সোমবার (১৬ জুন) নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায় বিডব্লিউওটি।

পোস্টে বিডব্লিউওটি জানায়, দেশের দিকে ধেঁয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় ‘রিমঝিম’। এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। এর প্রভাবে দেশের সব এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পোস্টে আরও বলা হয়, ‘রিমঝিম’ চলতি বছরের ষষ্ঠতম বৃষ্টি বলয় এবং দ্বিতীয় মৌসুমি বৃষ্টি বলয়, যা ১৬ জুন দেশের উপকূলীয় এলাকা হয়ে শুরু হয়ে আগামী ২৮ জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশত্যাগ করতে পারে।

বিডব্লিউওটি আরো জানায়, ৭২ ঘণ্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে উপকূলীয় এলাকায় ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বলয় রিমঝিম ব্যাপক সক্রিয় হয়ে উঠতে পারে।  এতে চট্টগ্রাম বিভাগ এবং উপকূলীয় এলাকায় একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া সারা দেশেই এই ৭২ ঘণ্টায় যথেষ্ট বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে৷ সুতরাং অপেক্ষা করুন।  ২৮ তারিখ পর্যন্ত কয়েক দফায় রিমঝিম প্রবল সক্রিয় হয়ে ব্যাপক বৃষ্টি ঘটাতে পারে এতে কোন সন্দেহ নেই ।
  
তবে টাইমিংটা একটু এদিক সেদিক হতে পারে, যেহেতু একাধিক সার্কুলেশন বা সিস্টেমের কারণে বৃষ্টিপাত হতে পারে।  সুতরাং,  জুনের বাকি সময় বৃষ্টিবহুল হতে যাচ্ছে। গরমও কমে আসবে ইনশাল্লাহ।  অলরেডি অনেক এলাকায় গরম কমে গেছে।  যাদের এলাকায় আজ বৃষ্টি হয়েছে তারা কমেন্টে জানাতে পারেন!

পিএস

Wordbridge School
Link copied!