ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৪৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩৮ জন ও ঢাকার বাইরে ৩৩০ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৮৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৫৪ জন ও ঢাকার বাইরে ৪২৯ জন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় চারজন ও ঢাকার বাইরে দুজন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৪১ জন ও ঢাকার বাইরে ৬৮৭ জন।
চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১২ হাজার ৩৫৯ জন। এর মধ্যে ঢাকায় এক লাখ সাত হাজার ৯৭৪ জন ও ঢাকার বাইরে দুই লাখ চার হাজার ৩৮৫ জন।
চলতি বছরের এ পর্যন্ত তিন লাখ সাত হাজার হাজার ৩৭৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ছয় হাজার ১৪৫ জন ও ঢাকার বাইরে দুই লাখ এক হাজার ২২৮ জন।
এআর
আপনার মতামত লিখুন :