• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:  জুন ১৩, ২০২৫, ০৬:১৩ পিএম
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

ঢাকা : এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১২৪ জন আক্রান্ত বরিশাল বিভাগে।

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত ৫ জনের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী। এর মধ্যে বরিশাল বিভাগের চারজন, বাকি একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।

চলতি বছর এ পর্যন্ত এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। ২০২৫ সালে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ১৫৯ জনের মধ্যে পুরুষ ৮৮ ও নারী ৭১ জন।

বিজ্ঞপিএত আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ১১ জন। ১৩ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৫৭০ জন।

পিএস

Wordbridge School
Link copied!