• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বসছেন ঢামেক ছাত্র-শিক্ষকরা


নিজস্ব প্রতিবেদক:  জুন ২৩, ২০২৫, ১০:৪১ এএম
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বসছেন ঢামেক ছাত্র-শিক্ষকরা

ঢাকা : ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। সোমবার বেলা ১১টায় স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

ছাত্রদের প্রতিনিধি তৌহিদুল আবেদনী তানভীর বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দেখা করতে সোমবার (২৩ জুন) প্রিন্সিপালসহ আমরা বেলা ১১টায় সচিবালয়ে যাচ্ছি সাতজন (৫ জন ছেলে এবং ২ জন মেয়ে)। বৈঠক শেষে আমরা পরবর্তী পদক্ষেপ জানাতে পারবো। আমরা উনাকে জানাবো সরেজমিনে ভগ্নদশা পরিদর্শনের জন্য।’

গত ২৮ মে থেকে আবাসন সংকট নিরসনে পাঁচ দফা দাবি নিয়ে ঢামেক শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গত ৬ জুন থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করেন। এর মধ্যে শনিবার কলেজ প্রশাসন শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টার প্রতি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হল পরিদর্শনের দাবি জানান। পরে স্বাস্থ্য উপদেষ্টা টেলিফোনে বৈঠকের আমন্ত্রণ জানান। 

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো– নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণের জন্য দ্রুত বাজেট পাস; আবাসন ব্যবস্থা নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা; নতুন একাডেমিক ভবনের জন্য আলাদা বাজেট পাস করা; আবাসন ও একাডেমিক ভবনের বাজেট পৃথকভাবে অনুমোদন ও দ্রুত দৃশ্যমান বাস্তবায়ন; সব প্রকল্প ও কার্যক্রমে স্বচ্ছতার জন্য শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগ করা।

পিএস

Wordbridge School
Link copied!