• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুহূর্তেই থামবে শিশুর কান্না, সহজ উপায় 


স্বাস্থ্য ডেস্ক মে ১, ২০১৭, ০১:১০ পিএম
মুহূর্তেই থামবে শিশুর কান্না, সহজ উপায় 

ফাইল ছবি

ঢাকা: আপনার শিশু কি খুব বেশি কান্না করছে? কোন ভাবেই থামাতে পারছেন না! শিশুর কান্না থামানোর জন্য আছে খুব সহজ উপায়। যুক্তরাষ্ট্রের এক ডাক্তার অভিনব একটি কৌশল বের করেছেন। তিনি দাবি করেছেন ওই কৌশলটি কাজে লাগালে মুহূর্তেই শিশুর কান্না থেমে যাবে। তবে তাদের শিশুর কোন স্বাস্থগত সমস্যা হবে না।

দেশটির ক্যালিফোর্নিয়া রাজ্যের স্যান্টা মোনিকার শিশুরোগ বিশেষজ্ঞ ডা. রবার্ট সি হ্যামিল্টন প্রথম এমন দাবি করেছিলেন ২০১৫ সালের ডিসেম্বরে। খুব ঢাক-ঢোল পিটিয়ে বিশেষ দক্ষতার কথাটি প্রচার করেননি, শুধু নিজের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছিলেন। মাত্র তিন দিনে ১০ লক্ষ বার দেখা হয়েছিল সেই ভিডিও!

ভিডিওটি সত্যিই বারবার দেখার মতো। ক্রন্দনরত শিশুকে ধরে শুধু তার হাত দুটো বুকে কোণাকুনি ভাঁজ করে শরীরটাকে ৪৫ ডিগ্রি কোণে তুলে ধরেন ডা. রবার্ট সি হ্যামিল্টন। অমনি থেমে যায় কান্না। যে যতবার দেখতে চেয়েছে, ততবারই এভাবে বাচ্চার কান্না থামিয়ে দেখিয়েছেন অভিজ্ঞ এই শিশু চিকিৎসক।

ডা. হ্যামিল্টন অবশ্য সব শিশুর কান্না এভাবে থামানোর পক্ষপাতি নন। যেসব শিশুর বয়স তিন মাসের মধ্যে, শুধু তাদের কান্নাই এভাবে থামান তিনি।

ভিডিওতে দেখতে ক্লিক করুন:

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!