• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
রোহিঙ্গা গণহত্যা

আজ গাম্বিয়া-মিয়ানমারের যুক্তিতর্ক


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ১২, ২০১৯, ০৩:১৬ পিএম
আজ গাম্বিয়া-মিয়ানমারের যুক্তিতর্ক

ঢাকা : নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচারিক আদালতে রোহিঙ্গা গণহত্যার মামলায় আজ নিজেদের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরবে গাম্বিয়া ও মিয়ানমার।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে যুক্তিতর্কে অংশ নেবেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

এর আগে বুধবার শুনানির দ্বিতীয় দিনে আদালতে নিজেদের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। রাখাইনে কোনো গণহত্যা হয়নি বলে সাফাই গান তিনি।

একইসঙ্গে আদালতে মিথ্যাচার করে সু চি বলেন, রাখাইনে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার পরই, বিচ্ছিন্নতাবাদ দমাতে অভিযান চালানো হয়, এর জেরে কিছু রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়েছে।

মঙ্গলবার শুরু হওয়া শুনানির প্রথম দিনে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যায় নিজেদের যুক্তি তুলে ধরে মামলার বাদী গাম্বিয়া।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!