• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইবোলামুক্ত ঘোষণা পর আরও একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৬, ০৭:৪৫ পিএম
ইবোলামুক্ত ঘোষণা পর আরও একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকাকে ইবোলামুক্ত ঘোষণা করতে না করতে মাএ কয়েক ঘন্টার মধ্যে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে সিয়েরা লিওনে আরও একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রাজধানী ফ্রিটাউনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, সিয়েরা লিওনের উত্তরাঞ্চলীয় একটি জেলায় যে রোগীটির মৃত্যু হয়েছে, তার স্বাস্থ্য পরীক্ষাযর পর  নিশ্চিত হওয়া গেছে তিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বৃহস্পতিবার পশ্চিম আফ্রিকা থেকে ইবোলা ভাইরাসকে নির্মূল করা হয়েছে। ঘোষনার মাএ কয়েকঘন্টা পর এ রোগে আকান্ত একজনের মৃত্যের খবর পাওয় যায়।

আর সিয়েরা লিওনকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়েছিল ৭ জানুয়ারি।

তবে এই ঘোষণার সময় সংস্থাটির পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছিল, তার মানে এই নয় যে এখানে আর কেউ এই ভাইরাসে আক্রান্ত হবে না।

এবোলা ভাইরাসে পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে গত দুই বছরে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সিয়েরা লিওনে মারা যায় প্রায় চার হাজার মানুষ।


সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!