• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সমাবেশে ফের সংঘর্ষ


আন্তর্জাতিক ডেস্ক মে ২৮, ২০১৬, ০৪:০৪ পিএম
ট্রাম্পের সমাবেশে ফের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এবং বিরোধীরা ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরে সংঘর্ষে জড়িয়েছে।

ট্রাম্পের বিরোধীরা সান দিয়েগো কনভেনশন সেন্টারের বাইরে ট্রাম্প সমর্থকদের লক্ষ্য করে পাথর ও পানির বোতল নিক্ষেপ করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সময় শুক্রবার রাতের এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছে।

দুই পক্ষের মধ্যে ঝামেলা এড়াতে দাঙ্গা সাজে অবস্থান নিয়েছে পুলিশ।

বিক্ষোভকারী মার্থা ম্যাকফায়েল বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পের বিদ্বেষপ্রসূত, গোঁড়া, বর্ণবাদী ভাষা এবং ঔদ্ধত্যপূর্ণ ও অসহিষ্ণু আচরনের বিরোধী।’

৭ জুনের ক্যালিফোর্নিয়া প্রাইমারি সামনে রেখে মেক্সিকো সীমান্ত সংলগ্ন শহরটিতে অবস্থান করছেন ট্রাম্প।

তিনি অবৈধ অভিবাসী ঠেকাতে সীমান্ত দেয়াল তৈরির অঙ্গীকার করেছেন।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!