• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় গ্রেনেড হামলা, আহত ৮


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৮, ২০১৬, ০২:৩৭ পিএম
মালয়েশিয়ায় গ্রেনেড হামলা, আহত ৮

মালয়েশিয়ার মধ্যাঞ্চলীয় সেলানগড় রাজ্যের একটি রেস্তোরাঁয় হ্যান্ড গ্রেনেড হামলায় আটজন আহত হয়েছে।

হামলার জন্যে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের চেয়েও ব্যবসা সংক্রান্ত বিরোধের কারণে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার পুলিশ একথা জানায়।

রাজ্যের উপ-পুলিশ প্রধান আব্দুল রহিম জাফর বার্তা সংস্থা এএফপিকে বলেন, ব্যস্ত পুচং এলাকার মোভিদা রেস্তোরাঁয় এ হামলা চালানো হয়।

তিনি বলেন,‘মঙ্গলবার সকালে সেখানে হ্যান্ড গ্রেনেড হামলায় আটজন আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।’

আব্দুল রহিম জানান, প্রাথমিক তদন্তে জানা যায় হামলাকারী ওই রেস্তোরাঁয় এক বিশেষ যুগলকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে।

উল্লেখ্য, ২০১৪ সালে একই ধরনের এক হামলায় মালয়েশিয়ার এক নাগরিক নিহত ও ১৩ জন আহত হয়েছিল। আহতদের মধ্যে সিঙ্গাপুর, থাই ও চীনের পর্যটক ছিল।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!