• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাকার্তাকে বাদ দিয়ে জঙ্গলকে রাজধানী বানাল ইন্দোনেশিয়া


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৮, ২০২২, ০৭:৩৮ পিএম
জাকার্তাকে বাদ দিয়ে জঙ্গলকে রাজধানী বানাল ইন্দোনেশিয়া

ঢাকা: ক্রমশ বসবাসের অনুপযোগী হয়ে ওঠায় নিজেদের রাজধানী বদলে ফেলছে ইন্দোনেশিয়া। নতুন রাজধানী হিসেবে তারা বেছে নিয়েছে জঙ্গলে ঘেরা বোরেনো দ্বীপকে। খবর আল জাজিরার।

চারদিকে গিঞ্জি রাস্তা, মানুষের কোলাহল, যানজট, বৃষ্টি হলেই রাস্তায় ওঠে যায় পানি। দেশটির মোট জনসংখ্যার ৫৪ ভাগের বসবাস এখানে। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ইন্দোনেশিয়ার পার্লামেন্টে রাজধানী স্থানান্তরের বিল পাশ হয়। ফলে এখন প্রেসিডেন্ট জোকো উইডোডোর সামনে নতুন রাজধানী তৈরিতে আর কোনো বাধা থাকল না। ২০১৯ সালে রাজধানী পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলেন প্রেসিডেন্ট জোকো।

বোরেনো দ্বীপের নামও বদলে ফেলা হয়েছে। এখন থেকে এই দ্বীপটির নাম হবে নুসানতারা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোই নতুন রাজধানীর নাম ঠিক করেছেন। 

এই স্থানটি বর্তমান রাজধানী জাকার্তা থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে। নতুন রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য দ্বীপটিতে ৩২.৫ বিলিয়ন ডলার খরচ করবে দেশটি। মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তুলতে এক যুগ সময় লাগতে পারে। 

তবে জঙ্গলে ঘেরা বোরেনো দ্বীপকে বেছে নেওয়ায় পরিবেশবাদীরা আপত্তি জানিয়েছেন। কারণ এই স্থানটিতে অনেক বন্যপ্রাণী বাস করে। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!