• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৬, ২০২২, ১০:৪৯ এএম
মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট

ঢাকা : মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ করা বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

তিনি বলেন, ইতিহাস প্রমাণ করে বিশ্বের বিভিন্ন জাতি যেখানেই আধিপত্যকামী ও সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, সেখানেই সম্মান ও স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে।

ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লবী পরিষদ ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর বিজয় উপলক্ষ্যে রবিবার ফার্সি ২৩ মোরদাদকে 'ইসলামি প্রতিরোধ' দিবস হিসেবে ঘোষণা করেছে। একইভাবে মুসলিম বিশ্বের নানা সমস্যা বিশেষ করে ফিলিস্তিনি ইস্যুতে প্রতিরোধই কেবল সমাধান এনে দেবে বলে তিনি মনে করেন।

ইরানের প্রেসিডেন্ট রায়িসি, কাসেম সোলাইমানি ও হোসাইন হামেদানিসহ শহিদ প্রতিরোধ সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ইরানিসহ বিশ্বের সব স্বাধীনতাকামী মানুষ প্রতিরোধ সংগ্রামীদের আত্মত্যাগের কাছে ঋণী। সূত্র: ইরান গর্ভামেন্ট

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!