• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন মাস ধরে শুনছি রাশিয়ায় অস্ত্র পাঠাচ্ছে চীন : বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৫, ২০২৩, ০৪:১৮ পিএম
তিন মাস ধরে শুনছি রাশিয়ায় অস্ত্র পাঠাচ্ছে চীন : বাইডেন

ঢাকা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘গত তিন মাস ধরে শুনতে পাচ্ছি রাশিয়াকে অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে চীন। তবে আমার বিশ্বাস, দেশটি এখনো মস্কোকে অস্ত্র সরবরাহ করেনি। এর মানে এই নয় যে তারা কাজটি করবে না।’

সম্প্রতি কানাডা সফরের সময় একটি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শনিবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জো বাইডেন বলেন, ‘আমি চীনকে হালকাভাবে নিই না। রাশিয়াকেও হালকাভাবে নিই না।’ যদিও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক মস্কো সফরের সময় সই হওয়া দুই দেশের সমঝোতা চুক্তিগুলো ‘অতিরিক্ত’ হয়েছে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

এদিকে পশ্চিমা দেশগুলোর দৃঢ় সম্পর্কের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘যদি কিছু ঘটে থাকে তবে পশ্চিম উল্লেখযোগ্যভাবে আরও একত্রিত হয়েছে।’ এর মাধ্যমে জো বাইডেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তা জোটের দিকে ইঙ্গিত করেছেন।

কয়েকদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো সফর করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দুই দেশের নেতারা তাদের গভীর সম্পর্কের মূল্যায়ন করেন। তবে সফরকালে ইউক্রেনে ক্ষয়প্রাপ্ত রুশ বাহিনীকে অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি বেইজিং। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অবশ্য চীন ও রাশিয়ার গভীর সম্পর্ককে ‘চুক্তিভিত্তিক বিয়ে’ বলে কটাক্ষ করেছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!