• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ পুতিনের


আন্তর্জাতিক ডেস্ক মে ২৮, ২০২৩, ০৪:৫১ পিএম
সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ পুতিনের

ঢাকা : রুশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার সেনাবাহিনীর এক অনুষ্ঠানে এ আদেশ দেন পুতিন।

মূলত মস্কোর নিয়ন্ত্রণাধীন ইউক্রেনীয় অঞ্চলে দ্রুত রুশ সামরিক ও বেসামরিক চলাচল নিশ্চিত করতে এ নির্দেশনা দিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

ইউক্রেনের ভেতর থেকে সশস্ত্র দল রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ঢুকে সংঘাতে লিপ্ত হওয়ার ঘটনার পর এ নির্দেশনা সামনে এলো।

বর্ডার গার্ড দিবসে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) অধীনস্ত সীমান্ত পরিষেবাকে অভিনন্দন বার্তা দেন প্রেসিডেন্ট পুতিন। সেখানে তিনি বলেন, তাদের কাজ হচ্ছে যুদ্ধাঞ্চলের আশপাশের সীমানা ‘নির্ভরযোগ্যভাবে সুরক্ষিত’ করা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। প্রধানত রুশ সীমান্ত অঞ্চলগুলোতে ড্রোন হামলার পাশাপাশি দেশের বেশ গভীরেও ক্রমবর্ধমানভাবে হামলা হয়েছে। এ ছাড়া শনিবার মস্কোর উত্তর-পশ্চিমে একটি তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!