• ঢাকা
  • শনিবার, ২৫ মে, ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১

আশুরার দিনে কারবালায় আগুনে চারজনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৯, ২০২৩, ০৪:১৬ পিএম
আশুরার দিনে কারবালায় আগুনে চারজনের মৃত্যু

ঢাকা : ইরাকের মাজার নগরী কারবালায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) পবিত্র আশুরা পালন উপলক্ষে হাজার হাজার শিয়া ভক্ত জড়ো হয় সেখানে। এ সময় হতাহতের এই ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হজরত ইমাম হুসাইন (আ.)-এর রওজার কাছে একটি সরু গলিতে আগুন ছড়িয়ে পড়েছিল।

জরুরি পরিষেবা সংস্থা এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে শিয়া ভক্তদের জন্য স্থাপিত একটি বিশ্রাম তাঁবুর রান্না ঘরের গ্যাসের বোতল থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পাশের একটি বাজারে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে ফায়ার ট্রাকগুলোর চলাচলে অসুবিধার সম্মুখীন হয়।

পবিত্র আশুরা কারবালা ময়দানে সপ্তম শতাব্দীর যুদ্ধে ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মোহাম্মাদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (আ.)-এর শাহাদৎ বরণের স্মৃতি স্মরণ করিয়ে দেয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!