• ঢাকা
  • শনিবার, ২৫ মে, ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১

ইরাকে তীর্থযাত্রী বহনকারী বাস উল্টে নিহত ১৮


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৩, ২০২৩, ০১:৪২ পিএম
ইরাকে তীর্থযাত্রী বহনকারী বাস উল্টে নিহত ১৮

ঢাকা : ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তীর্থযাত্রীদের কারবালা শহরে বহনকারী একটি বাস উল্টে ১৮ জন নিহত হয়েছেন। বিষয়টি দেশটির মেডিকেল কর্মকর্তারা জানিয়েছেন।

বিশ্বের বৃহত্তম বার্ষিক জনসমাগম হিসেবে বিবেচিত আরবাইনের শিয়া তীর্থযাত্রার জন্য প্রতি বছর লাখ লাখ বিশ্বাসী এই শহরে জড়ো হন। ইরাকের বিভিন্ন অংশ থেকে, পাশাপাশি ইরান ও উপসাগরীয় দেশগুলো থেকেঅ তীর্থযাত্রীরা আসেন, অনেকে পায়ে হেঁটে কারবালার পথে যাত্রা করেন।

নাম প্রকাশ না করার শর্তে ২ ইরাকি চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদ থেকে প্রায় ৫৫ মাইল (৯০ কিলোমিটার) উত্তরে বালাদ শহরের কাছে বাসটি উল্টে যায়।

কর্মকর্তারা বলেন, নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৩ জন নারী। এদের মধ্যে ১০ জন ইরানি, ২ জন ইরাকি (বাসচালক ও তার ছেলে) এবং ৬ জন অজ্ঞাত পরিচয়ের নাগরিক।

এমটিআই

Wordbridge School
Link copied!