• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরিবারের সামনেই ধর্ষণের শিকার ৩ নারী


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০২৩, ০১:৪৫ পিএম
পরিবারের সামনেই ধর্ষণের শিকার ৩ নারী

ঢাকা: ভারতের হরিয়ানায় তিন জন নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বুধবার রাতে পরিবারের সদস্যের সামনেই তাদের ধর্ষণ করে চার দুর্বৃত্ত। আজ শুক্রবারভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে হরিয়ানার পানিপথে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এরপর ওই তিন নারীকে তাদের বাড়িতে টেনে নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের দঁড়ি দিয়ে বেঁধে ফেলে।

এরপর পরিবারের সদস্যদের সামনেই তিন নারীকে ধর্ষণ করা হয়। টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্রও লুট করে দুর্বৃত্তরা।

পৃথক এক ঘটনায় বুধবার রাতেই এক দম্পতি ছিনতাইয়ের শিকার হন। হামলায় মারা যান অসুস্থ স্ত্রী।

পুলিশের ধারণা, দুটি ঘটনার পেছনে একই ব্যক্তিরা দায়ী। পানিপথের মাতলাউদা পুলিশ থানার স্টেশন হাউস অফিসার বিজয় বলেন, দুটি ঘটনা একই গ্রামে ঘটেছে। 

এমএস

Wordbridge School
Link copied!